“কর্ম, ভক্তি, ও জ্ঞান, যোগের সহিত সম্মিলিত হইলেই পরমাত্মার সন্দর্শন লাভ হয়। চিত্তের ইহাই লক্ষ্য। “
Vivekananda Shiksha Mandir
বিবেকানন্দ শিক্ষা মন্দির
আদি দামোদর নদের তীরে, সবুজ ধানক্ষেত আর সর্ষে ফুলের সোনালী আভায় ঘেরা পাড়াতল গ্রামে অবস্থিত বিবেকানন্দ শিক্ষা মন্দির একটি আদর্শ গ্রামীণ বিদ্যাপীঠ। পাড়াতল গ্রামবাসীর ঐকান্তিক প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বতন্ত্রভাবে পরিচালিত এই বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের আধুনিক এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলছে।
২০০৯ সাল থেকে আমরা শিক্ষার্থীদের নিয়মিত কম্পিউটার শিক্ষা প্রদান করে আসছি। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করাই আমাদের লক্ষ্য। মুক্ত প্রকৃতির কোলে ছাত্রছাত্রীদের চরিত্র গঠনই আমাদের মূল অঙ্গীকার।
Our Faculty
সম্মানীয় ব্যক্তিত্ব ও গুণীজন
শিক্ষা কমিটি (২০২০-২০২৩)
| ✨ শ্রী চন্দ্রশেখর সরকার – পাড়াতল | ✨ মহম্মদ আরিফ মোল্লা – বাহাদুর |
| ✨ শ্রী কণানিধান বন্দ্যোপাধায় – পাড়াতল | ✨ শ্রীমতী শ্রাবন্তী নায়েক – বেত্রাগড় |
| ✨ শ্রী বিশ্বনাথ পাত্র – পাড়াতল | ✨ শ্রীমতী সান্ত্বনা ঘোষ কবিরাজ – রুদা |
| ✨ শ্রী অনুপম ঘোষ – রুদা | ✨ কপিল দেব পাঁজা – হিরণাগ্রাম |
| ✨ শ্রী শ্যামল মাণ্ডি – বসন্তপুর | |
সভাপতি
মাননীয় শ্রী সাধন চন্দ্র মালিক
পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম
সম্পাদক
মাননীয় শ্রী অনুপ কুমার দত্ত
পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম
আমাদের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ
নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ
