বালক/বালিকাগণের নিমিত্ত গড়ে ওঠা একটি বাংলা মাধ্যম বিদ্যালয় যেখানে ইংরেজীর উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। বিদ্যায়তনের লক্ষ্য হল প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত যত্ন নিয়ে যথাযথ শিক্ষন পরিবেশ গঠন করা। শিশু শিক্ষার্থীদের এমনভাবে প্রশিক্ষন দান করা হয় যাতে তারা ভবিষ্যতে দেশের যে কোন শ্রেণীর বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারে এবং ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে।
Aims and Objectives
বিদ্যালয়ের লক্ষ্য


PLEDGE :- সংকল্প
১) ভারতবর্ষ আমার মাতৃভূমি ভারতের সকল নাগরিক আমার ভ্রাতা ও ভগিনি।
২) আমি আমার মাতৃভূমিকে ভালবাসি এবং আমি তার প্রাচীন সমৃদ্ধি ও ঐতিহ্যের
জন্য গর্বিত। আমি মাতৃভূমিকে সমৃদ্ধ করব।
৩) আমি অবশ্যই পিতামাতা, শিক্ষক-শিক্ষিকাগণ ও সকল গুরুজনদের যথাযথ
শ্রদ্ধাজ্ঞাপন করব এবং প্রত্যেককে যথাসাধ্য সেবা প্রদান করব। স্বদেশ ও
স্বদেশবাসীর প্রতি আমি আমার আনুগত্য প্রদর্শন করব। স্বদেশ ও স্বদেশবাসীর
ভালমন্দ ও সমৃদ্ধির উপর নির্ভর করে আমার সুখ ও শান্তি।
