“Common men talk ‘bagfuls’ of religion but do not practice even a ‘grain’ of it.
The wise man speaks little, even though his whole life is religion expressed in action.”
– Sri Ramakrishna
General Information
সাধারণ জ্ঞাতব্য
ছাত্র/ছাত্রীরা অবশ্যই কোন মূল্যবান সামগ্রী বিদ্যালয়ে আনবে না। ঐ প্রকার কোন
সামগ্রী হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়।
অভিভাবক/অভিভাবিকাগণের প্রতি নিবেদন তাঁরা যেন নিয়মিত Notice Board
এবং School Diary লক্ষ্য করেন। পাঠ্যসূচী, গৃহকাজ, ছুটি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়
জানার জন্য।
অভিভাবকগণের প্রতি সনির্বন্ধ অনুরোধ এই যে বিদ্যালয় চলাকালীন বিশেষ প্রয়োজন
ছাড়া বিদ্যালয় প্রাঙ্গনে ঘোরা ফেরা করবেন না।
আমরা চাই বিদ্যালয় ও তার পারিপার্শ্বিক পরিমণ্ডল যেন সুশৃঙ্খল শান্তিপূর্ণ তথা
আশ্রমিক থাকে, তাই কোন অভিভাবক যদি কোন সমস্যা বা অসুবিধা বোঝেন তাহলে
তিনি সংশ্লিষ্ট প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে প্রথম পিরিয়ডের পর দেখা করুন।
আমরা চাই যে সকল অভিভাবক শ্রী শ্রী রামকৃষ্ণ, মাতা সারদাদেবী এবং বিবেকানন্দের
শিক্ষা আদর্শে বিশ্বাসী তাঁরা তাঁদের সন্তানদের আমাদের V.S.M এ ভর্তি করুন।
যে সকল ছাত্র/ছাত্রীর আচরণ বিদ্যালয়ের নীতির পরিপন্থি বা যাদের অনুপস্থিতির
হার রেশ উদ্বেগ জনক বা যাদের আবেদন পত্র অসন্তোষজনক বা যাদের
অভিভাবক/অভিভাবিকাগণ তাদের সন্তানদের পড়াশোনার বা প্রগতির প্রতি উদাসীন
তারা যেন তাঁদের সন্তানদের বিদ্যালয় থেকে স্থানান্তর করেন।
ডাইরী হারিয়ে গেলে পুনরায় নিতে ৫০ (পঞ্চাশ) টাকা জমা দিয়ে আবেদন করতে হবে।
পরিচয় পত্র হারিয়ে গেলে পুনরায় নেওয়ার জন্য ৪০ (চল্লিশ) টাকা দিয়ে আবেদন


প্রত্যেক ছাত্র-ছাত্রীকে
1) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ের নির্দিষ্ট ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে।
২) ময়লা জামা প্যান্ট পরে আসবে না।
৩) নানারকম টুপি, মাথায় ফিতে ইত্যাদি পরে আসবে না।
৪) সময় মত স্কুলে আসবে নতুবা ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
৫) ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই প্রার্থনাগৃহে এসে সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট সারিতে দাঁড়াবে
এবং প্রার্থনা শেষে সারিবদ্ধভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
৬) স্কুল বসার আগে খেলাধূলা করবে না এবং টিফিনে খেলাধূলার সময় জামা প্যান্ট
যাতে নোংরা না হয় সে দিকে লক্ষ্য রাখবে। টিফিন সমাপ্তির ঘন্টা পড়ার পর
সব ছাত্র-ছাত্রী ক্লাসে প্রবেশ করবে নতুবা ক্লাসের বাইরে থাকতে হবে।
৭) একটা পিরিয়ড শেষ ও আর একটা পিরিয়ড শুরু হওয়ার মধ্যে কোন ছাত্র-ছাত্র
ক্লাসের বাইরে ঘুরোঘুরি করবে না।
৮) পরের পিরিয়ডে শিক্ষক বা শিক্ষিকার অনুমতি ব্যতীত কোন ছাত্র-ছাত্রী
বাথরুমে বা অন্যত্র যাবে না।
৯) বিদ্যালয়ের দিনলিপিখানি নিয়মিতভাবে প্রতিদিন আনতে হবে। এই দিনলিপিতে
শিক্ষক-শিক্ষিকাগণ তোমাদের সম্বন্ধে জ্ঞাতব্য মন্তব্য লিখবেন।
১০) যেখানে সেখানে খাবারের অবশিষ্টাংশ, পলিথিন, কলার খোসা ইত্যাদি ফেলবে না।
১১) গান, পিটি, কালচারাল, শ্রীশ্রীঠাকুর, শ্রীমা ও স্বামীজীর ক্লাসে সারিবদ্ধভাবে যাতায়াত
করবে। ছুটির সময়ও সারিবদ্ধভাবে যাবে।
১২) পড়াশুনা ও অন্যান্য বিষয়ে জানতে ও জানাতে চাইলে শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা
সঙ্গে যোগাযোগ করবে।
১৩) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে স্কুলের নিয়ম কানুন মেনে চলতে এবং শৃঙ্খলাপরায়ণ হতে
হবে নতুবা সাময়িক (৩ থেকে ৭ দিন) স্কুলে আসা বন্ধ হবে।
১৪) পরীক্ষার প্রয়োজনীয় কাগজ ছাড়া অন্যান্য উপকরণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে আনতে
হবে ।
