আমার শিক্ষাব্রত
১। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠব ও সময় মত শুতে যাব।
২) সকালে নিয়মিত শরীরচর্চা করব এবং বিকালে খেলাধূলা করব।
৩) আমার ঘরের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখব, বিছানা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব ।
আমার ঘরের দেওয়াল ও মেঝে ঝকঝকে পরিষ্কার রাখব।
৪) প্রত্যেকদিন সংবাদ পত্র পড়ব। নিয়মিত সহজ কোন ধর্ম পুস্তক পাঠ করব।তাছাড়া
পাঠ্যতালিকার বহির্ভূত ভাল বই পড়ব।
৫) যে কাজই করি না কেন খুব মন দিয়ে করব। সুন্দর হস্তাক্ষরে লিখব,স্পষ্ট উচ্চারণে
কথা বলব।


