Our Pledge

আমার শিক্ষাব্রত

১। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠব ও সময় মত শুতে যাব।

২) সকালে নিয়মিত শরীরচর্চা করব এবং বিকালে খেলাধূলা করব।

৩) আমার ঘরের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখব, বিছানা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব ।
আমার ঘরের দেওয়াল ও মেঝে ঝকঝকে পরিষ্কার রাখব।

৪) প্রত্যেকদিন সংবাদ পত্র পড়ব। নিয়মিত সহজ কোন ধর্ম পুস্তক পাঠ করব।তাছাড়া
পাঠ্যতালিকার বহির্ভূত ভাল বই পড়ব।

৫) যে কাজই করি না কেন খুব মন দিয়ে করব। সুন্দর হস্তাক্ষরে লিখব,স্পষ্ট উচ্চারণে
কথা বলব।

৬) আমি শ্রদ্ধাবান ও বীর্যবান হব। আমি জানি আত্মবিশ্বাস সব উন্নতির মূল বা কিছু
শ্রেয়ঃ তারপ্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা থাকবে। আমার নিজের জীবনের আদর্শ হিসাবে
কোন একজন মহান পুরুষের জীবনের বাণী অনুসরণ করব।

৭) শৃঙ্খলা ছাড়া ছাত্রজীবন অর্থহীন। সুশৃঙ্খল জীবন গড়ে তোলার জন্য বিদ্যালয়ের
নিয়মকানুন মেনে চলব, গুরুজনদের নির্দেশ পালন করব।

৮) প্রত্যেক সহপাঠীই আমার বন্ধু। তাদের বিপদে সহায় হব, তাদের সুখে আনন্দ করব।
গুরুজনদের ভক্তিশ্রদ্ধা করব।

৯) স্বামীজী বলেছেন – “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।” এ কথা
মনে রেখে সুযোগ পেলেই আমি দুঃস্থ দরিদ্র ও পীড়িতদের সেবা করব।

১০। সমবেত প্রার্থনায় নিয়মিত যোগদান করব এবং সকলের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে

প্রার্থনা করব। প্রার্থনার শেষে কিছু সময় একাগ্রচিত্তে ঈশ্বরচিন্তা করব।

স্বামীজী বলেছেন – “ধর্ম মানে চরিত্র, সেটাই প্রকৃত শক্তি”, আমাদের বিদ্যালয়ের প্রধান
উদ্দেশ্য চরিত্র গঠন।
আমি এখানে এসেছি প্রকৃত মানুষ হতে। এই উদ্দেশ্যকে সফল করার জন্য সত্য,
স্বাধ্যায় ও সেবা, এ তিনটি সংকল্প বাক্য গ্রহণ করেছি। তাছাড়া নীচে লেখা কর্মসূচী মেনে চলব
ও নিষ্ঠার সঙ্গে পালন করব। এই কর্মসূচী সপ্তাহে অন্ততঃ একবার পড়ব, যাতে না ভুলে যাই।