সকল অভিভাবক/অভিভাবিকাগণের প্রতি অনুরোধ এই যে তাঁরা যেন লক্ষ্য রাখেন
ছাত্র/ছাত্রীরা নিয়মিত ও যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়।
ছাত্র/ছাত্রীরা অবশ্যই বিদ্যালয় শুরুর ১০ মিঃ পূর্বে যেন বিদ্যালয়ে উপস্থিত হয়।
ছুটির জন্য আবেদন পত্র যথাযথ ভাবে স্বাক্ষর করে যথাসময়ে দাখিল করতে হবে।
সকল অভিভাবক / অভিভাবিকাগণের প্রতি অনুরোধ এই যে, তারা যেন তাদের
বাড়ির যোগাযোগ নম্বর ডায়েরীতে লিখে দেন, যাতে কোন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে
পড়লে বাড়িতে অতি সত্বর জনানো বা খবর পাঠানাো যায়।


