আজ, ”রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দির ” বেলুর মঠ ,হাওড়া ,এর সহযোগিতায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার কলাবাগান ( পর্বতপুর)গ্রামে ” পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম “এর পক্ষ থেকে দরিদ্র 50 জন আদিবাসী মহিলাকে শাড়ী ও 50 জন পুরুষ কে ধুতি ,উত্তরীয় প্রদান করা হয়।
প্রতি বছর এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ ,মঠ , বেলুড়ের পুজ্যপাদ, ব্রহ্মচারী দ্বারকেশ চৈতন্য মহারাজ, জামালপুর গ্রামীণ চিকিৎসক সংঘঠন এর সম্পাদক ডাঃ রাশেদ আলী ও অন্যান্য বিশিষ্ঠ জন। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে এলাকাবাসী খুবই আনন্দিত ।







