শারদ উৎসব

শারদ উৎসব

পাড়াতল অঞ্চলের স্বামী বিবেকানন্দ সেবাশ্রমে বর্ষসেরা শারদ উৎসবটি (২০২৫) আয়োজিত হয় গতবারের মতোই জাঁকজমকপূর্ণভাবে। আশ্রম প্রাঙ্গণ ছিল উৎসবমুখর, ভক্তকণ্ঠে ছিল স্তবগান।

 

ভোরের আলো ফোটার আগেই, সকাল সাড়ে চারটে মঙ্গলারতির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। শিশুদের উৎসাহে ভরা হয় সকাল দশটার অঙ্কন প্রতিযোগিতাটি।

 

দিনের একটি বিশেষ আকর্ষণ ছিল বেলা সাড়ে এগারোটার ভক্ত সম্মেলন। এতে সভাপতিত্ব করেন পুতুন্ডা থেকে আগত পরম পূজ্যপাদ স্বামী কেবলানন্দ জী মহারাজ। তাঁর সঙ্গে কলকাতা থেকে আগত পরম ভক্ত শাশ্বতী মুখোপাধ্যায় মহাশয়া-ও তার উপস্থিতিতে অনুষ্ঠানকে আরও উদ্ভাসিত করেন।

 

পুরো দিনজুড়ে একের পর এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এগিয়ে যায় উৎসব। বিশেষ পূজা, চণ্ডীপাঠের পবিত্র ধ্বনি, কুইজ প্রতিযোগিতা এবং আধ্যাত্মিক প্রশ্নোত্তর পর্ব সবকিছুই ছিল শিক্ষণীয় ও মনোজ্ঞ। দুপুরের নরনারায়ণ সেবায় প্রায় এক হাজার মানুষ প্রসাদ পেয়ে ধন্য হন এবং দুইশত প্রয়োজনী মানুষ নতুন বস্ত্র লাভ করেন।

 

সন্ধ্যায় সন্ধ্যা আরতির পর, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের সমাপ্তি ঘটে। গান, নাচ ও কবিতার মধ্য দিয়ে সবার মনে এক আধ্যাত্মিক সুধা বিলিয়ে শেষ হয় এই মহান দিনটি।