শারদ উৎসব 2023
রামকৃষ্ণ মিশন জন শিক্ষা মন্দির” বেলুড়-এর সহযোগিতায় পূর্ব বর্ধমানের জামালপুরের পাড়াতল গ্রামে অবস্থিত “সেচ্ছাসেবী সংস্থা” “পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম”এর উদ্যোগে রামকৃষ্ণ মিশন প্রতি বৎসরের ন্যায় এ বৎসর ও শারদ উৎসব -২০২৩” উপলক্ষ্যে এলাকার ১৮টি গ্রামে দুঃস্থ ১০০ জন মহিলা কে শাড়ি ও ৫০ জন পুরুষ কে ধূতি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশিক্ষা বেলুড়-এর ব্রহ্মচারী দ্বারকেশ চৈতন্য মহারাজ, সেবাশ্রমের সভাপতি সাধন মালিক, সেবাশ্রমের সম্পাদক অনুপ দত্ত, বিবেকানন্দ শিক্ষা মন্দির এর প্রধান শিক্ষিকা সান্ত্বনা ঘোষ কবিরাজ, পর্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতনু ঘোষ সহ বিশিষ্ট গুনীজনরাI আগামী ১৫ও১৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদ উৎসব ২০২৩পালিত হবে।

