শারদ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হলো

শারদ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হলো

প্রতিবছরের মত এ বছরও

        সেবাশ্রমের শারদ উৎসব ২০২৩

                       বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়।

১৫ই অক্টোবর ২০২৩ ভোর ৪ঃ৩০ মিনিটে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রভাত ফেরী

অঙ্কন প্রতিযোগিতা

নর নারায়ণ সেবা

বস্ত্রদান

পুরস্কার বিতরণ

সেবাশ্রমের বার্ষিক পত্রিকা উদয়ন প্রকাশ

ও নানান সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শারদ উৎসব ২০২০ পালিত হয়।

রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা মন্দির এর ছাত্র-ছাত্রীরা একটু সুন্দর গীতিনাট্য পরিবেশন করে এছাড়াও দুটি মনোরম একাঙ্ক নাটক পরিবেশন করে।

উৎসবে ভক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ বেলুড় এর উচ্চপদ স্বামী অচ্যুতাত্মানন্দজি মহারাজ ও রামকৃষ্ণ মিশন গুড়াপ এর পূজ্যপাদন স্বামী প্রণবানন্দজী মহারাজ।

আনুমানিক ৮০০০ ভক্ত বসে প্রসাদ গ্রহণ করেন ২০০ জন দরিদ্র গ্রামবাসীদের শাড়ি, ধুতি, উত্তরীয়, জামা-প্যান্ট প্রদান করা হয়।