শারদ উৎসব ২০২৪
জামালপুরের পাড়াতল গ্রামে পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম এ প্রতি বছরের ন্যায় শারদ উৎসব পালিত হয় । দুদিনের এই অনুষ্ঠানে , পুজাপাঠ, ভক্ত সম্মেলন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ,নাটক , ক্যুইজ,এলাকার দরিদ্রদের ১৫০.টি শাড়ী ,৪৮ টি লুঙ্গি ৪২ টি জামাপ্যান্ট বিতরণ করা হয় ।প্রায় সাত হাজার ভক্ত বসে প্রসাদ গ্রহণ করেন ।ভক্ত সম্মেলন ও বস্ত্রদান অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন পূজ্যপাদ স্বামী ব্রজেশানন্দ জী মহারাজ ,রামকৃষ্ণ মঠ ,বেলুড় , হাওড়া, বর্ধমান জেলাপরিষদের সদস্যা কল্পনা সাঁতরা ,জামালপুর পঞ্চায়েত সমিতির সদস্যা শ্রিপ্পা ওঝা ,বিবেকানন্দ শিক্ষা মন্দির এর প্রধান শিক্ষিকা সান্ত্বনা ঘোষ কবিরাজ, সেবাশ্রম এর সভাপতি সাধন মালিক। সম্পাদক শ্রী অনুপ কুমার দত্ত, দেবী আরাধনার পাশাপাশি নরনারায়ান সেবার ওপর বেশি জোর দেন।
সেবাশ্রম বার্ষিক পত্রিকা উদয়ন এর ১৩ তম সংখ্যা প্রকাশিত হয়।







